সারাদেশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কারাগারে

  প্রতিনিধি ২৪ জুন ২০২৪ , ১১:২২:৩২

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা (৫২) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৩ জুন) খুলনা দায়রা জজ আদালতের মহামান্য বিচারক এ আদেশ দেন। এসময় আলফা’র ছোটভাই পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম (৩৮) কেও একইসাথে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

তথ্যমতে, গত ২০ এপ্রিল খুলনা জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস স্বর্ণের বার সহ শাঁখরা কোমরপুর গ্রামের আলম গাজির ছেলে মাসুম বিল্লাহ (২৮) কে গ্রেপ্তার করে লবনচোরা থানা পুলিশ। এঘটনায় ধৃত মাসুম বিল্লাহ সহ দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, তার ছোট ভাই ইউপি সদস্য আব্দুল আলিম ও শ্যালক আসাদুজ্জামান মিলনকে পলাতক আসামী করে মামলা (নং-১২) দায়ের করে লবনচোরা থানা পুলিশ। এঘটনার একদিন পর মাহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে ৮ সপ্তাহের অর্ন্তবর্তীকালিন জামিন পেয়েছিলেন আলফা সহ অন্যান্য আসামীরা।
মামলাটির তদন্তকারি অফিসার লবনচোরা থানার সাব ইন্সপেক্টর প্রদীপ বৈদ্য জানান, রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন আল ফেরদাউস আলফা ও তার ভাই আব্দুল আলিম। রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের শুনানী শেষে আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিমের জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন মহামান্য বিচারক। পরে আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিমকে কারাকারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারি অফিসার প্রদীপ বৈদ্য।

মো:রিয়াজুল ইসলাম/হক_কথা


শেয়ার করুন

আরও খবর

Sponsered content