প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ১১:৪৬:০৭
হঠাৎ করেই সিঙ্গাপুর টু ঢাকা টিকিটের মূল্য আকাশ ছোঁয়া।বর্তমানে বাংলাদেশ বিমানের টিকেট মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা।সিঙ্গাপুর টু ঢাকা ইউ এস বাংলা ৯০ হাজার টাকা। বিমান ভাড়া এতোটাই বেড়েছে যেটিকে অনেক ‘অস্বাভাবিক’ হিসেবে বর্ণনা করছেন।
একজন সিঙ্গাপুর প্রবাসী বলেন- বছরে দুইটি ঈদ আসলে প্রবাসীরা অনেক আশা নিয়ে থাকে পরিবারের সাথে ঈদ করবে, টিকিটের আকাশছোঁয়া দামের কারণে অনেক প্রবাসীদের ইচ্ছা পূরণ হয় না।ঈদে এমনিতে যাত্রী বেশি। তারপর আমাদের প্রবাসীদের ৪-৫শ ডলারের টিকেট বর্তমানে ১৪০০ ডলার দিয়ে কিনতে হয় কেন?এই দুর্নীতি কে দেখবে?
বিদেশে শ্রমিক হিসেবে যারা কাজ করছেন তাদের ইনকাম না বাড়লেও বছরে এই সময়টা আসলেই বিমান গুলোর ভাড়া চারগুন বৃদ্ধি পায়। কিন্তু পরিবারের টানে তাদেরকে এই বাড়তি বিমান ভাড়া গুণতে হচ্ছে। এটা তাদের উপর আর্থিক ও মানসিক চাপ তৈরি করছে।