নাগরিক প্রতিবেদন

আজিমপুরে ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ৮:২৭:৩৬

0Shares

শেয়ার করুন

রাজধানীর আজিমপুরে পুরাতন একটি চার তলা ভবনের সংস্কার কাজ করার সময় নিচে পড়ে খাইরুন বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আজিমপুরের সরকারি কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত খাইরুনের বাড়ি মাদারীপুরের কালকিনি থানায়। তার বাবার নাম সেকেন্দার সরদার।

নিহতের সহকর্মীরা জানান, খাইরুন তাদের সঙ্গে রাজমিস্ত্রি সহকারী ও বিভিন্ন সময় রঙের কাজ করতেন। সকালে চারতলার ওপর কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content