প্রতিনিধি ২ জুলাই ২০২৪ , ৩:৫৪:১৯
ঈদুল আজহায় মূলত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা হয়ে থাকে। ইসলামলামের বিধান অনুযায়ী পশুর মাংস তিন ভাগ করে বিতরণ করতে হয় কিন্তু কোরবানির এই হালাল পশুর ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। হালাল পশুর ৭টি অংশ খাওয়া মুসলমানদের জন্য হারাম। কোরবানির পশুর এই ৭টি অংশ ছাড়া বাকি অংশ খাওয়া জায়েজ। বিডি২৪লাইভের পাঠকদের জন্য হারম ৭টি অংশ তুলে ধরা হল। হারাম ৭টি অঙ্গ হলো: ১. প্রবাহিত রক্ত। ২. নর প্রাণীর পুং লিঙ্গ। ৩. অন্ডকোষ। ৪. মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ। ৫. মাংসগ্রন্থি। ৬. মুত্রথলি। ৭. পিত্ত।
হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, বিখ্যাত তাবেয়ি হজরত মুজাহিদ (রহ.) বর্ণনা করেন রাসুলুল্লাহ (সা.) বকরির সাত জিনিস খাওয়াকে অপছন্দ করেছেন। তা হলো প্রবাহিত রক্ত, পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নর-মাদি পশুর গুপ্তাঙ্গ এবং অন্ডকোষ (বায়হাকি)।