প্রতিনিধি ৩০ জুলাই ২০২৪ , ৩:২৮:১৭
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব এন্টনিও গুতেরেস। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। চলমান পরিস্থিতি নিয়ে গত সোমবার জাতিসংঘ মহাসচিবের দেওয়া বিবৃতিতে এসব কথা বলা হয়। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টেফেন ডুজারিক বিবৃতিটি পড়ে শোনান এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
বিবৃতিতে ভেনিজুয়েলার পরই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বলা হয়। ঢাকায় অবস্থিত জাতিসংঘের কার্যালয় এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। দেশটিতে নতুন করে শিক্ষার্থী বিক্ষোভের বিষয়ে তিনি অবগত। এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। তিনি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্বারোপ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। অবিলম্বে সহিংসতার সকল ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তসহ দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান তিনি পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা ও নিউইয়র্ক উভয় স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানানো অব্যাহত রাখবে জাতিসংঘ। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে জাতিসংঘ বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তা সমুন্নত রাখার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে। জাতিসংঘের লোগো-সংবলিত যানবাহন আর বাংলাদেশে মোতায়েন করা হবে না বলে দেশটির কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে। জাতিসংঘ বিষয়টি আবার মনে করিয়ে দিচ্ছে এবং পুনরাবৃত্তি করছে যে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে নির্ধারিত দায়িত্ব পালনকালেই শুধু বিশ্ব সংস্থাটির লোগো-সংবলিত যানবাহন ব্যবহার করা যাবে।