প্রবাসীদের কথা

জিয়া সাইবার ফোর্স ,জাপান শাখার ঈদ পুর্ন মিলনী ও খালেদা জিয়ার মুক্তি দাবি

  প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ৫:০৩:৫০

0Shares

শেয়ার করুন

জিয়া সাইবার ফোর্স ,জাপান শাখার ঈদ পুর্ন মিলনী ও খালেদা জিয়ার মুক্তি দাবি।

জিয়া সাইবার ফোর্স , জাপান শাখা কর্তৃক ঈদ পুর্ন মিলনী ও বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে জাপানের টোকিও শহরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: খবির উদ্দীন ।সভাপতি জিয়া সাইবার ফোর্স জাপান শাখা।

প্রধান অতিথী ছিলেন ঢালী নুরে আলম (নুর আলী ) সাহেব , বিশেষ অতিথী ছিলেন আকবর হোসেন রারি ( রারি আকবর) প্রধান সমন্বয়ক , জিয়া সাইবার ফোর্স ,জাপান শাখা ।শেখ মাসুদ সাবেক যুবদল নেতা ।কবির ফারুক , ঢালী এনামুল,নুরউদ্দিন ফকির,মজনু ভাই ,

সঞ্চালনায় -মো:আখতারুজজামান কিরন। সাধারন সম্পাদক , জিয়া সাইবার ফোর্স , জাপান শাখা ।
বক্তব্য রাখেন-শাহরিয়ার আহমেদ সুইট ,আকবর হোসেন রারি ,গিয়াস উদ্দীন ,আখতারুজজামান কিরন,শেখ মাকসুদ,প্রধান অতিথি ঢালি নুরে আলম নুর আলী ,ও সভাপতি – মো: খবিরউদ্দিন
সভায় বক্তারা দেশের সার্বিক পরিস্হিতিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।এবং কেন্দ্রীয় বিএনপির কাছে জাপান বিএনপির চলমান সংকট নিরসনে জোর দাবি করেন।


শেয়ার করুন

0Shares