সারাদেশ

বি-বাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৪ , ১১:০৩:৪৫

0Shares

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

রোববার (৭ জুলাই) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার মনকসাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার পারভেজ (২৫), একই এলাকার বাপ্পি (২৬)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মহাসড়কে চারলেন সড়ক নির্মাণকাজের জন্য সকাল থেকে সড়কের দুপাশে গাছ কাটার কাজ চলছে। দুপুরে কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ওসি রাজু আহমেদ।

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content