প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ৪:১৮:৫৩
নিজস্ব প্রতিনিধি :
অন্য শিশুরা কত প্রানবন্ত আর চঞ্চলতা মুখর ভাবে উঠানে খেলছে। মায়ের কোলে শিশু মঙ্গল দ্বীপ ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু মঙ্গল দ্বীপ খেলতে পারে না। তার বয়স মাত্র তার ১বছর ৭মাস। সে সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের লক্ষণ চন্দ্র দাশের পুত্র। তিনি পেশায় একজন গরীব নাপিত। তার পরিবারের সদস্য সংখ্যা ৮ জন এবং তিনিই পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি।জন্মের পর থেকেই শিশু মঙ্গল দ্বীপ এর হার্টে ছিদ্র থাকায় সে অন্য বাচ্চাদের মত স্বাভাবিক থাকতে পারে না। শিশু মঙ্গল দ্বীপ এর পিতা লক্ষন চন্দ্র দাশ জানান, জন্মের ১মাস পর আমার সন্তান অসুস্থ হলে আমি তাকে নিয়ে সাতক্ষীরা ডক্টর’র ল্যাব এন্ড প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। তারপর ওখান থেকে পরীক্ষা নিরিক্ষা করার পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু চিকিৎসক জানান মঙ্গল দ্বীপের হার্টে ছিদ্র আছে। দ্রুত অপারেশন করতে হবে। তারপর শিশুটিকে ঢাকায় নিয়ে যায় কিন্তু সেখানেও ডাক্তাররা একই কথা বলেছেন দ্রুত অপারেশন করতে হবে। টাকার অভাবে হার্টের অপারেশন করাতে পারছে না নাপিত বাবা। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। মঙ্গল দ্বীপের বাবা লক্ষণ চন্দ্র দাশ সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। আর্থিক সহায়তা ও যোগাযোগ করতে ০১৯২২৭১২৩৫৯ (নগদ) নাম্বারে টাকা পাঠাতে অনুরোধ করা হয়েছে।
মো:রিয়াজুল ইসলাম /হক-কথা