প্রতিনিধি ৫ আগস্ট ২০২৪ , ৮:৫০:০৪
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে বৈঠক চলছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন।
দেশবাসীকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশ সময় দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান। এই ভাষণের বিষয়বস্তু কী হবে তা অজানা ।
এর আগে জানানো হয়েছিল দুপুর ২টায় তিনি বক্তব্য দেবেন।