শিক্ষা

মির্জাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৪ , ৭:৫৩:১২

শেয়ার করুন

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল চলছে। আজ শনিবার সকাল ১১টার পর কয়েকশ’ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।

শিক্ষার্থীরা মিছিল নিয়ে মির্জাপুর বাজার এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতু-জয়দেবপুর রেল সড়কের উপর অবস্থান নিয়েছেন। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নারী শিক্ষার্থীকেও অংশ নিতে দেখা গেছে। শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content