আন্তর্জাতিক

অশান্ত বাংলাদেশ, কূটনৈতিক উপস্থিতি কমাচ্ছে ভারত

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৪ , ৯:২৭:১২

শেয়ার করুন

ঢাকায় ভারতীয় হাইকমিশনের অপ্রয়োজনীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ভারত। সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে বুধবার একটি বাণিজ্যিক ফ্লাইটে করে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা নিজ দেশে ফিরে গেছেন। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কূটনৈতিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশনার। তবে কার্যকরী কূটনীতিকরা ঢাকায় নিজ নিজ স্থানে কর্তব্য রয়েছেন বলেও জানিয়েছে গণমাধ্যমটি। ঢাকায় হাইকমিশন বা দূতাবাস ছাড়াও ভারতের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে সহকারী হাইকমিশন রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার বলেছিলেন ভারতের প্রত্যাশা ছিল আয়োজক সরকার বাংলাদেশে ভারতীয় মিশনগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা সুরক্ষা প্রদান করবে। কিন্তু মিশনগুলোর স্বাভাবিক কার্যক্রমের জন্য পরিস্থিতি স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করছে দিল্লি।

১৫ বছর ধরে লোহার মুষ্টি দিয়ে দেশ শাসন করা শেখ হাসিনা সোমবার তার পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের দাবিতে উত্তাল হওয়া বাংলাদেশে নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে যে আন্দোলন হয় তার তোপের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পদত্যাগের পর থেকেই ভারতের কূটনৈতিক মহল বেশ অস্থির হয়েছে। যার ফলে দেশ থেকে আপাতত অপ্রয়োজনীয় কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে ভারত।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content