শিক্ষা

আফতাবনগরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৫:৩৮:২৪

শেয়ার করুন

বৈষম‌্যবি‌রো‌ধী ছাত্র আন্দোল‌নের এক দফা দা‌বির কর্মসূ‌চি‌তে সাড়া দি‌য়ে জ‌ড়ো হ‌য়ে‌ছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সা‌ড়ে ১০টা থে‌কে রাজধানীর আফতাবনগ‌রের ইস্টও‌য়েস্ট বিশ্ব‌বিদ‌্যালয় ফট‌কের সা‌মনে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার পদত‌্যা‌গের দা‌বি‌তে ছাত্রসমাজসহ সারা বাংলা‌দেশ আজ এক‌ত্রিত হ‌য়ে‌ছে। এই আন্দোলনকে সফল ক‌রেই ঘ‌রে ফির‌বেন তারা। স‌রেজ‌মি‌নে দেখা যায়, আফতাব নগ‌রের ইস্টও‌য়েস্ট বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাম‌নে শিক্ষার্থীরা বি‌ক্ষোভ কর‌ছেন। এ সময় ইস্ট ওয়েস্ট ছাড়াও আশপা‌শের আরো ক‌য়েক‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীরা যোগ দেন। কর্মসূ‌চির শুরুর দি‌কে শিক্ষার্থীর সংখ‌্যা কম থাক‌লেও ধী‌রে ধী‌রে তা বাড়‌তে থা‌কে। শিক্ষার্থী‌দের ম‌ধ্যে ন‌া‌হিয়ান না‌মের একজন মানবজ‌মিন‌কে ব‌লেন, সারা বাং‌লা‌দেশ আজ ফুঁ‌সে উঠে‌ছে। আমা‌দের দা‌বির প্রতি অটুট থাকব। শেখ হা‌সিনার পদত‌্যা‌গের বিকল্প নেই।

আমা‌দের ভাই বোন‌দের নি‌র্বিচা‌রে গু‌লি করা হ‌য়ে‌ছে। এসব হত‌্যার বিচার তি‌নি ক‌রেন‌নি। বরং পু‌লিশ গু‌লি ক‌রেনি ব‌লে দা‌বি করা হ‌য়ে‌ছে। তা‌কে পদত‌্যাগ কর‌তেই হ‌বে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content