আন্তর্জাতিক

উগান্ডায় ভূমিধসে ৮ জনের প্রাণহানি

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৪ , ৪:৩২:২৪

0Shares

শেয়ার করুন

উগান্ডার রাজধানী কাম্পালার ভূমিধসে আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে ভারি বৃষ্টির মধ্যে আবর্জনার একটি বিশাল স্তূপ ধসে পড়ে, এতে আশপাশের কয়েকটি বাড়ি চাপা পড়ে।

কাম্পালা শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ও রেডক্রসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে শহর কর্তৃপক্ষ সামাজিকমাধ্যম এক্সে করা এক পোস্টে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এখন পর্যন্ত আটজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের ছয়জন পূর্ণবয়স্ক ও দুজন শিশু। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিতেজি নামে পরিচিত আবর্জনার ভাগাড়টি কাম্পালার বর্জ্য ফেলার একমাত্র জায়গা। দশকের পর দশক ধরে এখানে বর্জ্য ফেলায় আবর্জনার পাহাড় গড়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দারা অনেক দিন ধরেই এখান থেকে ছড়িয়ে পড়া বিপজ্জনক বর্জ্যে চারপাশের পরিবেশ দূষিত হয়ে উঠছে বলে অভিযোগ করে আসছিলেন।

সাম্প্রতিক দিনগুলোয় উগান্ডার বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের কারণে বন্যা ও ভূমিধস হচ্ছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে এটিই প্রথম হতাহতের ঘটনা।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content