সূত্র থেকে খবর মিলেছিল দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। flightradar24- অ্যাপে ধরা পড়েছিল শেখ হাসিনার বিমানের রুট। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট 'AJAX1431', সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী, এখন Flightradar24-এ সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইট হয়ে উঠেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়, ফ্লাইটটি উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করে। ২২,০০০ এরও বেশি ব্যবহারকারী বিমানটির যাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন । AJAX1431'-এর প্রতি মনোযোগ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতি বৈশ্বিক আগ্রহের বিষয়টি তুলে ধরে। তবে সেখানেই দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড পেরিয়ে উড়ছিল বিমান। কিন্ত হঠাৎ করেই বিমান উধাও! ফ্লাইরাডারে ধরা পড়ছে না হাসিনার বিমানের সঠিক অবস্থান। স্বাভাবিকভাবেই বাড়ছে ধোঁয়াশা। কোথায় রয়েছেন শেখ হাসিনা? কোথায় বা নামবে তার বিমান? ওয়াকিবহাল মহল মনে করছেন, নিরাপত্তার খাতিরেই বন্ধ করে দেয়া হয়েছে বিমানের যাত্রাপথ চিহ্নিত করার সূচক।
যাতে নিশ্চিন্তে হাসিনাকে গন্তব্যে পৌঁছে দেওয়া যায়, সেকথাই মাথায় রাখা হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ