শিক্ষা

খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ,পুলিশ নিহত

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৪ , ৩:৪৭:৩৮

শেয়ার করুন

খুলনায় শিক্ষার্থী-পুলিশ-বিজিবি সংঘর্ষে মো. সুমন নামে এক পুলিশ কনস্টেবল নিহত, অর্ধ শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ। পুলিশ শিক্ষার্থী সহ আহত শতাধিক।

এদের মধ্যে গুলিবিদ্ধ ২৫ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২০ জনের মতো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ও অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খুলনার জিরো পয়েন্ট ও গল্লামারী মোড় এবং বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content