নাশকতার পরিকল্পনার অভিযোগে ঢাকার দোহারে জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) উপজেলার লটাখোলা তালীমুল কুরআন মডেল মাদরাসার সভাকক্ষ থেকে তাদের আটক করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আটককৃতরা হলেন- দোহার থানা জামায়াতের জেনারেল সেক্রেটারী ও সুরা সদস্য এ. কে. এম নুরুল আলম, সদস্য মো. সাইফুল ইসলাম, রুকন মো. আশরাফ হোসেন, মো. মাহমুদুল হাসান আলমগীর, মো. সালমান হোসাইন ও মো. ওয়াসিম।
পুলিশ জানায়, চলমান আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল তারা। আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কম্পিউটার, ল্যাপটপ ও উগ্রবাদী বইসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ