সারাদেশ

তুরাগ থানা ইসলামি আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৪ , ৫:২২:১৪

0Shares

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলনে যে সকল ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে খুনি হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন-তাদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেন তুরাগ থানা, ইসলামি আন্দোলন বাংলাদেশ।

মুফতি ফজলে বারি মাসুদ বলেন, দীর্ঘ ১৬ বছর এ দেশের মানুষের উপর যে অত্যাচার হয়েছে এটা একটি স্বাধীন দেশের জন্য কলঙ্ক ছাড়া আর কিছুই নয়।বিগত আওয়ামী সরকার এমন কোন কু-কর্ম নেই যে করেনি।তাদের জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটাতে সারাদেশ লড়াই করেছে।আল্লাহ তায়ালা’র কুদরত তারা নিজেকে এতো শক্তিশালী মনে করতো যে তাদের উৎখাত করতে দেশের বড় বড় দলকে কাজে না লাগিয়ে,টিনএজ ছোট ছোট বাচ্চাদের দিয়ে এই দাম্ভিকতার পরাজয় ঘটিয়েছে।

তিনি বলেন,ডিসির জন্য দুই কোটি,অধ্যক্ষ দুই লাখ চোরের গোস্টি চোর এখন দেশের বিভিন্ন এলাকায় শুনতে পাচ্ছি কেউ কেউ আবার চাঁদা বসাতে চেষ্টা করছে।তাদের অবস্থাও এই জালিম সরকারের মতোই হবে।চাঁদা নিতে যেই আসবে গাছে বেধে রাখবেন,পুলিশে দিবেন।

আরও বলেন,ভারতে গিয়ে তিনি ষড়যন্ত্র করছেন।আমরা ভারত সরকারকে বলে দিতে চাই অনতিবিলম্বে তাকে দেশে ফেরত পাঠান।যদি বেশী দিন সে ভারতে অবস্থান করে বাংলার ছাত্র জনতা মুদির রাজপ্রসাদ বরাবর লংমার্চ শুরু করতে পারে।আমরা লংমার্চ করে এই জালিম খুনী হাসিনাকে বাংলার জনগণের সামনে এনে বিচারের সম্মুখিন করবো।বাংলাদেশ ইসলামি আন্দোলন কোন খুন খারাপিতে নেই।সন্ত্রাসী করে,চাঁদাবাজী করে,মাস্তানী করে এই লোককে ভোট দিয়ে ভাল এলাকা আশা করা সম্ভব নয়।


উক্ত আলোচনা সভায়,তুরাগ থানা ইসলামি আন্দোলন এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ গোলাম আজম এর সঞ্চালনায় ও তুরাগ থানা ইসলামী আন্দোলন এর সভাপতি ডা.আক্তারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মাওলানা মুফতি ফজলে বারী মাসুদ,প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা উত্তর মহানগর ইসলামী আন্দোলন এর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন,তরাগ থানা ইসলামি আন্দোলন এর সাংগঠনিক সম্পাদক নূর আমিনসহ বিভিন্ন থানা নেতা-কর্মীরা।

আলোচনা শেষে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও খাবার বিতরণ করা হয়।

শাহ্জালাল/হক_কথা


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content