প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৪ , ১০:৩০:৩৯
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা ও সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল এক লিখিত বিবৃতিতে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নবগঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সিনিয়র সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ জানিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত নেতৃবৃন্দের মাধ্যমে সাংবাদিকদের কল্যান ও সাংবাদিকতার মান উন্নয়নের পাশাপাশি অপ-সাংবাদিকতা দুর হবে। এছাড়া সাতক্ষীরা জেলার সাথে সাথে উপজেলা পর্যায়ে সকল বিভেদ দুর হবে ও সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধ হবে। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, পারুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, কোষাধ্যক্ষ মজনুর রহমান, কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, গাজী আশরাফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবু হাসান, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, আবু সাঈদ, হারুন অর রশিদ, রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।
মো:রিয়াজুল ইসলাম /হক_কথা