দেশব্যাপী অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেনাসদরে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলমান অরাজকতা, অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানগণ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সকলের সহযোগিতা কাম্য।
নৌবাহিনীর কন্টিজেন্টসমূহের সাথে যোগাযোগের নম্বর
এদিকে আইএসপিআর থেকে পাঠানো আরেকটি বিজ্ঞপ্তিতে নৌবাহিনীর কন্টিজেন্টসমূহের সাথে যোগাযোগের নম্বর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে- বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। যে কোন নাশকতামূলক কর্মকাণ্ড, লুটতরাজ, ভাঙচুর, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ নৌবাহিনী ক্যাম্পে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞাপন
নৌবাহিনী কন্টিনজেন্টের সহায়তা প্রাপ্তির জন্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুন-
ঢাকা বিভাগ
১। ঢাকা নৌ কমান্ড ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৮৬৫, ২। ঢাকা নৌ কমান্ড অপসরুম: ০১৭৬৯৭০২৫১৯, ৩। ঢাকা নৌ কমান্ড স্টাফ অফিসার (অপারেশন্স): ০১৭৬৯৭০২৫০৭,
৪। ঢাকা নৌ কমান্ড চিফ স্টাফ অফিসার: ০১৭৬৯৭০২৫০৪, ৫। ঢাকা সেনানিবাস নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬০৩, ৬। শাহীনবাগ, ইস্কাটন ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬৯০,
৭। খিলক্ষেত ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩০৩, ৮। পাগলা (নারায়ণগঞ্জ) ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩৩১, ০১৭৬৯৭২৬৪১০।
চট্টগ্রাম বিভাগ
১। টাইগারপাস: ০১৭৬৯৭২৬৩১৬, ২। চট্টগ্রাম বন্দর: ০১৭৬৯৭২৬৬০১, ৩। কর্ণফুলি টানেল: ০১৭৬৯৭২৬৭৩১, ৪। বোট ক্লাব: ০১৭৬৯৭২৬৪৮০, ৫। লাভ লেইন: ০১৭৬৯৭২৬২৬৭,
৬। হাতিয়া: ০১৭৬৯৭৬২০৭৯, ৭। সন্দ্বীপ: ০১৭৬৯৭২২৪৬০, ৮। মহেশখালি: ০১৭৬৯৭২৬২৮১,
৯। সেন্টমার্টিন: ০১৭৬৯৭২৪০২০, ১০। ভাটিয়ারি: ০১৭৬৯৭৫৪১৪০।
খুলনা ও বরিশাল বিভাগ
১। খুলনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮৪১৪০, ২। খুলনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১১১১, ৩। বরগুনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮১০১৯, ৪। বরগুনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১০১৮, ৫। ভোলা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৮৪৪০০০, ৬। ভোলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৯৬২২৭, ৭। মোংলা নৌবাহিনী অপসরুম: ০১৭৮৩৪০১৫৪৯, ৮। মোংলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮৪৫৫৩।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ