প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৪ , ৫:০১:৫৩
পিরোজপুরের নাজিরপুরে সংখ্যালঘুর উপর নির্যাতন, হামলা, দোকান পাট লুট ও ভাংচুরের নির্দেশ দেওয়ার একটি অডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য রাজিবের ।
রাজিব উপজেলার সেচ্ছাসেবক লীগের নাজিরপুর সদর ইউনিয়নের সভাপতি এবং ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা গেছে, রাজিবের নির্দেশে সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামের সুশীল ঢালির কাপড়ের দোকান লুট করে যাতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়। হিমাংশু সমদ্দার এর কম্পিউটার লুট এবং ভাংচুর করে, এছাড়া আনিস কবিরাজের দোকান ভাংচুর।
এছাড়া কবিরাজ বাড়ি গ্রামের মানিক শেখ এর ইলেকট্রনিক দোকান লুট করে ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং সিটি হুান্ড্রেট গাড়ি ও নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায় । আকাশ হালদারের কসমেটিক এর দোকান লুট, দুলাল ডাক্তারের ঔষধের দোকান লুট করে পুড়িয়ে দেয়।
এঘটনা রাজীবের নির্দেশে কলাতলা গ্রামের কুদ্দুস শেখের পুত্র তুহীন শেখ,জব্বার শেখের পুত্র কাইয়ুম শেখ, সহ জিহাদ মোল্লা,সেলিম মোল্লা,আজমাইন শেখ,কামরুল মোল্লা,ফরিদ মাঝি এ কর্মকার্ড সংঘটিত করার অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে রাজিব মেম্বারের সাথে কথা হলে তিনি বলেন, আমি কোন কথা বলি নাই, ভাংচুরের নির্দেশ দেই নাই, যা শুনেছেন তা এডিট করা হয়েছে।
এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম হাওলাদার বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।