আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমন তথ্য জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখেন, শিক্ষার্থীরা তো অনেক দাবিই করছেন। এর একটি নিয়ে আপনি জানতে চাচ্ছেন। প্রধানমন্ত্রী চাইলে, অর্থাৎ তিনি যদি মনে করেন, আমি পদত্যাগ করবো।’
শনিবার (৩ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোটা আন্দোলনের পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। আজকে গুলির যে তথ্যগুলো আমরা পেয়েছি এর অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি না। পুলিশ এগুলো ব্যাবহার করে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মার দিতে এলে পুলিশরা বসে থাকবে না। পুলিশদেরকেও জীবন রক্ষার অধিকার দেওয়া হয়েছে। কেউ মারতে আসলে তাদেরও নিজেদেরকে রক্ষা করতে হবে।
কোটা আন্দোলনে কোনো শিশু মারা যায়নি জানিয়ে তিনি বলেন, এখানে হয়তো দু-একজন কিশোর মারা গেছেন। আন্দোলনের সময় তাদেরকে ঢাল হিসেবে নিয়ে আসা হয়েছে। তারা সামনে ছিল, পেছনে ছিল যারা আসল। পেছনের শক্তিকে রুখতে এই ঘটনাগুলো ঘটেছে।
শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, তাদের সব দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে সুতরাং তাদের অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।
তিনি বলেন, আলোচনার জন্য প্রধানমন্ত্রীর দরজা আন্দোলনকারীদের জন্য খোলা রয়েছে। শিক্ষার্থীদের আরও কোনো দাবি থাকলে সে বিষয়ে শেখ হাসিনার সঙ্গে আন্দোলনকারীরা আলোচনা করতে পারেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ