রোববার (১৮ আগস্ট) ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায়
কয়েক দিনের টানা ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের পেকুয়ায় প্রবাসীর স্ত্রী-মেয়ে-নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জারুলবুনিয়া সেগুন বাগিচাস্থ ঢালারমূখ এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০), মেয়ে ময়না (১২) ও নাতনি মাহি (৮)। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজন আব্দুল্লাহ জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও ঘুমে ছিলেন নিহতেরা। ভোর রাতের দিকে হঠাৎ পাহাড় ধস হলে কংক্রিটের দেয়াল ভেঙে তাদের উপরে পড়লে ঘটনাস্থলে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা চাপা পড়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, সকালে শিলখালী পাহাড় ধসে একই পরিবারের তিনজনে মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ এখনো ঘটনাস্থলে আছেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ