বরিশালের বাকেরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টার বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে ও ৯ দফা দাবির পক্ষে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে আশেপাশের আরো কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক’, ‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়। বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এ আন্দোলন ৯ দফা দাবি বাস্তবায়নের পক্ষে। গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফা দাবিতে আন্দোলন চলছে চলবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ