রাজনীতি

বিএনপির দরজা অন্যদলের নেতাকর্মীদের জন্য বন্ধ

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২৪ , ৪:৪২:২০

0Shares

শেয়ার করুন

দলের সব পর্যায়ের ইউনিটে অন্য দল বা অরাজনৈতিক ব্যক্তিদের প্রবেশ আপাতত বন্ধ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরেরই কমিটিতে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেয়া হয়।
ওদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় শুক্রবার জুম’আর নামাজ শেষে সারাদেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সারাদেশে সকল মুসুল্লীকে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের জুম’আর নামাজ শেষে দোয়া ও মোনাজাতে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়েছে দলটি।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content