এক্সক্লুসিভ

ভারতেই থাকবেন শেখ হাসিনা

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৪ , ৬:২২:০৩

0Shares

শেয়ার করুন

প্রবল গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী কট্টর স্বৈরাচারী শেখ হাসিনা আপাততঃ অন্য কোনো দেশে যাচ্ছেন না। তিনি দীর্ঘ মেয়াদে ভারতেই থাকবেন। তবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না। এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন।

আজ শুক্রবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী সংস্থা নিউজ-১৮ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা জানতে পেরেছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল, শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন।
ভারতীয় কর্তৃপক্ষের বরাতে নিউজ-১৮ বলেছে, ‘হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন। কারণ, আমাদের (ভারতের) কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন নেই।’
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ওইদিনই তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে ভারতে পালিয়ে যান। দিল্লীর গজিয়াবাদে বিমানঘাঁটির কাছে একটি গোপন আস্তানায় অবস্থান করছেন।
ভারত যাওয়ার পর সেখান থেকে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে জানা যায়। কিন্তু দেশটির অভিবাসন আইনের সীমাবদ্ধতার কারণে তা সম্ভব নয় বলে জানিয়ে দেয় দেশটি। এদিকে টেকনিক্যাল কারণে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসাও বাতিল হয়ে গেছে। পরে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বল শোনা গেছে, যদি শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় তা অস্বীকার করেছেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content