আন্তর্জাতিক

যুক্তরাজ্যের বিভিন্ন শহরে কট্টরপন্থিদের দাঙ্গা

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৫:০৯:৪৮

0Shares

শেয়ার করুন

উত্তর-পশ্চিম ইংল্যান্ডে তিন শিশু ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া কট্টর ডানপন্থিদের বিক্ষোভ ক্রমেই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন সন্দেহভাজনকে শুক্রবার আদালতে তোলা হয়।

সম্প্রতি ইংল্যান্ডে তিন শিশু ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া কট্টর ডানপন্থিদের বিক্ষোভ ক্রমেই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে। দেশটির বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে কর্মকর্তারা আরও সংঘাতের আশঙ্কা করছেন। রোববার (৪ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ সহিংসতার নিন্দা জানিয়ে ‘কট্টর ডানদের ঘৃণা’কে এ ঘটনার জন্য দায়ী করেছেন।

স্টারমার এ সংঘাতের শেষ দেখার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, রাস্তায় আইনশৃঙ্খলার লঙ্ঘন ঠেকাতে যুক্তরাজ্যের পুলিশকে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে।

এদিকে বিক্ষোভকারীরা অনলাইনে সান্ডারল্যান্ড, বেলফাস্ট, কার্ডিফ, লিভারপুল, ম্যানচেস্টারসহ বিভিন্ন শহরে আগামী দিনগুলোতে বিক্ষোভের ডাক দিয়েছে। তারা ‘যথেষ্ট’ ‘যথেষ্ট’, ‘আমাদের বাচ্চাদের বাঁচান’সহ বিভিন্ন বক্তব্য লেখা স্লোগান প্রদর্শন করেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content