আন্তর্জাতিক

রাশিয়ার ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৪ , ২:৫৭:০৪

0Shares

শেয়ার করুন

রাশিয়ার অভ্যন্তরে ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইউক্রেন। কুরস্ক অঞ্চল দিয়ে গত সপ্তাহেই রুশ ভূখণ্ডে অনুপ্রবেশের পর ইউক্রেনীয় বাহিনীর শীর্ষ কমান্ডার অলেক্সান্দর সারস্কি বলেছেন, এই অভিযান অব্যাহত রাখবে ইউক্রেন। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আড়াই বছর চলা যুদ্ধে এটিই ইউক্রেনের সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অনুপ্রবেশ। কমান্ডার আলেক্সান্ডার সিরস্কি বলেছেন, ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলে আক্রমণাত্মক অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।

এদিকেম ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনের কাছে যুদ্ধ এনেছিল, কিন্তু এখন সেই যুদ্ধ রাশিয়ার কাছে ফিরিয়ে দেয়া হচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যে কুরস্ক অঞ্চল থেকে প্রায় ১ লাখ ২১ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে রুশ কর্তৃপক্ষ। পুতিনের সঙ্গে এক বৈঠকে ‘পরিস্থিতি খুব কঠিন’ উল্লেখ করে কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি স্মিরনভ জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী ওই অঞ্চলের ২৮টি গ্রাম এখন নিয়ন্ত্রণ করছে।

শুধু তাই নয়, ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় এখনো ২ হাজার রুশ নাগরিক রয়ে গেছে। এ হামলার জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ইউক্রেন যোগ্য জবাব পাবে।’


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content