সারাদেশ

রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ১২:২১:০৪

0Shares

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের খুন,গুম  ও গণঅভ্যুথানে ছাত্র-জনতা হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী  গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি।

রবিবার দুপুরে  উপজেলার ভুলতা গাউসিয়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল শেষে গোলাকান্দাইল গোলচত্বরে এসে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

 

এ সময় গোলাম দস্তগীর গাজীর কুশপুত্তলিকাতে আগুন দিয়ে পুড়িয়ে দেন বিক্ষোভ কারিরা।

 

উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজ মাষ্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,রূপগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি আনোয়ার সাদাত ছায়েম,আশরাফুল হক রিপন,

আব্বাস উদ্দিন ভূইয়া, রূপগঞ্জ থানা যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক  দল সহ সভাপতি শিপনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে গোলাম দস্তগীর তার সমন্ধির বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।

এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে রোমান মিয়া (১৭) নামে এক ছাত্র নিহতের ঘটনায় গত ২১ আগস্ট শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন রোমানের খালা রিনা।

মো:আব্দুল কাদের /হক_কথা


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content