যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্র্যাট দলীয় ন্যাশনাল কনভেনশন শুরুর আগে বিক্ষোভের ডাক দিয়েছেন ফিলিস্তিনপন্থিরা। সোমবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কনভেনশনে যোগ দিতে এরই মাঝে শিকাগো পৌঁছেছেন কমলা হ্যারিস। উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট জো বাইডেনসহ দলের নেতা-কর্মীরা। এই আয়োজনকে ঘিরে সেখানে জড়ো হয়েছেন ফিলিস্তিনপন্থিরাও।
যুদ্ধবিরতির দাবিতে সড়ক আটকে প্রতিবাদ মিছিল করেন তারা। ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তারা।
তবে ডেমোক্র্যাট কনভেনশন ঘিরে সতর্ক অবস্থানে ছিল শিকাগো পুলিশও। ধারণা করা হচ্ছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনপন্থি যোগ দেবে প্রতিবাদ বিক্ষোভে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ