শেখ হাসিনা নিয়ে কোনো আপডেট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে বৃহস্পতিবার জানালেন মুখপাত্র রণধীর জয়সওয়াল৷ জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্তব্য করা আমার সাজে না৷ তিনি নিজেই তা ঠিক করবেন৷
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এদিন প্রায় সব প্রশ্নই ছিল বাংলাদেশ নিয়ে৷ তার মধ্যে অনেকগুলিই ছিল শেখ হাসিনাকে নিয়ে৷ বিশেষ করে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা আর কতদিন ভারতে থাকবেন, তিনি কি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন, তার অন্য দেশে আশ্রয় নেয়ার জন্য ভারত কিছু করছে কি না, শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে কী আলোচনা হলো, ইত্যাদি৷
জবাবে জয়সওয়াল বলেছেন, আমার কাছে কোনো আপডেট নেই৷ শেখ হাসিনা ভবিষ্যতে কী করবেন, সেটা তিনিই ঠিক করবেন৷
জয়সওয়াল জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদে জানিয়েছেন, খুব কম সময়ের নোটিশে শেখ হাসিনা ভারতে আসেন৷ পরিস্থিতির দ্রুত বদল হচ্ছে৷ তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলা আমার পক্ষে ঠিক নয়৷ এটা তিনিই ঠিক করবেন৷
বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর৷ জয়সওয়াল জানিয়েছেন, তাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল৷ কিন্তু এর বেশি তিনি আর কিছু জানাননি৷ সংখ্যালঘুদের প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়েও প্রচুর প্রশ্ন করা হয়৷
তিনি বলেন, এই বিষয়েও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ভারত পরিস্থিতি খতিয়ে দেখছে৷ কিছু সংস্থা ও সংগঠন সংখ্যালঘুদের সুরক্ষা দেয়ার জন্য উদ্যোগ নিয়েছে৷ ভারত তাকে স্বাগত জানায়৷ কিন্তু ভারত চায়, বাংলাদেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়৷ এটা সে দেশের সরকারের দায়িত্ব৷ আমরা আশা করছি, পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে৷
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদে বিবৃতিতে বলেছিলেন, সেনার সঙ্গে ভারত যোগাযোগ রাখছে৷
পরিস্থিতির উপর ভারত নজর রাখছে৷ পরিস্থিতির দ্রুত বদল হচ্ছে৷ অন্তর্বর্তী সরকারের কাছে আশা, তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করবে৷
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ