জাতীয়

সচিবালয় ছাড়ছে কর্মচারীগন আসেনি আমলারাও!

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৪ , ৮:০৬:৪৬

শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর মঙ্গলবার অফিস-আদালত খুলে দেওয়া হয়েছে। দেশের প্রশাসসিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই অফিস করতে আসেন। তবে হঠাৎ দুপুর ১২টার কিছু আগে থেকে কর্মকর্তা-কর্মচারীরা বের হতে শুরু করেন।

জানা গেছে, ভয়ে-আতঙ্কে সচিবালয় থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বের হয়ে যাচ্ছেন। সবাই এক সঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটে যানজটের সৃষ্টি হয়।

হঠাৎ কেন এমন পরিস্থিতি খোঁজ নিলে জানা যায়, দীর্ঘসময় পদোন্নতি না পাওয়া সরকারি কর্মকর্তারা জনপ্রশাসণ মন্ত্রণালয়ের লাইব্রেরিতে একটি বৈঠক করে। এরপর উচ্চপদস্থ অনেক কর্মকর্তা অফিস ছেড়ে বের হয়ে যান। এক পর্যায়ে সোয়া ১১টায় সাধারণ ছুটি দেওয়া হয়।

সচিবলায়ের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি কর্মচারী হয়েও যারা নির্লজ্জভাবে আওয়ামী সরকারের দালালি করেছেন এমন সচিব-উপ সচিবদের গণপিটুনি দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছিল। এমন ভয়ে অনেকেই অফিসেও আসেননি। যারা এসেছেন তারাও পালিয়ে গেছেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে গেছেন। তিনি বর্তমানে ভারতের নয়াদিল্লিতে আছেন। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন। এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর সোমবার বিকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ও মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content