প্রতিনিধি ৫ আগস্ট ২০২৪ , ৭:৪৫:২৫
সোমবারও দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়েছে। এ ছাড়া দুপুরের পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সারা দেশে গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ও জনতার গণপিটুনিতে ৫২ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৯ জন ও বিভিন্ন জেলায় ৪৫ জন রয়েছেন। নিহতদের মধ্যে হবিগঞ্জে ৬, রাজশাহীতে ৬, কুষ্টিয়ায় ৬, যশোরে ৫, মানিকগঞ্জে ২, শ্রীপুরে ১, সাভারে ৯, কুমিল্লায় ২, লোহাগড়ায় ২, ঝিনাইদহে ২, চাঁদপুরে ২, কয়রাতে ১ ও সুনামগঞ্জে ১ জন রয়েছেন।
এদিকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গতকাল দুপুর পর্যন্ত রাজধানীর শনিরআখড়া, কাজলা, রায়েরবাগ, যাত্রাবাড়ী, শহীদ মিনার, চানখাঁরপুলসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।
একদফা দাবিকে ঘিরে গতকাল সকাল থেকেই রাজধানী জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছিল। ঢাকার প্রতিটি রাস্তা ছিল সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দখলে। নিজেদের দাবি আদায় ও অসহযোগ আন্দোলন পালনে সেই কারফিউ’র মধ্যেই গতকাল সকাল দশটার পর রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় জড়ো হতে শুরু করে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনগণ। আন্দোলনকারীরা এসময় রাস্তায় একত্রিত হয়ে স্লোগান দিয়ে সামনে এগুতে শুরু করলে তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আন্দোলনকারীরা এসময় দৌড়ে আশপাশের গলি ও রাস্তায় ঢুকে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় আন্দোলনকারীদের ঠেকাতে একের পর এক গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা সংঘর্ষে এলাকাটিতে গুলিবিদ্ধ হয়ে ৭ জন নিহতসহ অর্ধশত মানুষ আহত হয়েছেন। নিহতরা হলেন- যাত্রাবাড়ী এলাকায় রাসেল (২৮), সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হোসেন (২৪), তুলারাম কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান (২২), সাইফুল ইসলাম তন্ময় (২২), প্রবাসী আবু ইসহাক (৫২) ও আজমত মিয়া (৪০)। বাকি ২৭ বছর বয়সী এক যুবকের পরিচয় জানা যায়নি।
এদিকে নিজেদের কর্মসূচি পালনে গতকাল সকাল দশটার দিকে শহীদ মিনার এলাকায় অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু সদস্য। এসময় পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় শিক্ষার্থীরাও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। দু’পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে চানখাঁরপুল এলাকায় অবস্থান নেয়। ঘণ্টা তিনেক চলা সংঘর্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এসময় ঢামেকের নতুন বিল্ডিংয়ের সামনের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে যমুনা ব্যাংকের স্টাফ মানিক মিয়া (২৭) ও অজ্ঞাত এক যুবক (২৫)-এর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে আহত আরও অনেকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ৯ জন মারা গেছেন। এ ছাড়াও মো. রেজাউল তালুকদার (৩৬) নামের যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ একজন ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৫২ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ৭৪ জনকে ভর্তি করা হয়েছে।
এদিকে আমাদের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, আন্দোলনের শেষ মুহূর্তে কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত এবং অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত শতাধিক যুবক। রাজশাহীতে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ। এ সময় ৬ জন নিহত হন। সাভারে আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি করলে ৯ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিকসহ গুলিবিদ্ধ অবস্থায় অর্ধশতাধিক লোক বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। যশোরে হোটেল জাবের ইন্টারন্যাশনালের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫ জন পুড়ে মারা গেছে। চট্টগ্রামের লোহাগাড়া থানায় হামলা চালিয়েছে ছাত্র-জনতা। এসময় দুজন পুলিশ সদস্য মারা যান। কুমিল্লা নগরীতে বিক্ষুব্ধ জনতার হামলায় নাফিজুল আলম সামি নামের এক কলেজছাত্র সহ ২ জন নিহত হয়েছেন। ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ (৭৫) নিহত হয়েছেন। এ সময় জনতার গণপিটুনিতে হিরণের গাড়িচালক আক্তার হোসেন বিকালে নিহত হন। পুলিশের গুলিতে বৈষ্যমবিরোধী আন্দোলনককরী যুবক রফিকুল ইসলাম চঞ্চল (২৪) মারা গেছেন। এ ছাড়া গুরুতর আহত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন। এদিকে শ্রীমঙ্গলে ছাত্র-জনতার বিজয় মিছিলে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ আহত হয়েছেন।
এসব সংঘর্ষের অনেকগুলোরই সূত্রপাত হয়েছে পুলিশ স্টেশনে হামলা থেকে। এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক নিহতের ঘটনা ঘটেছে ঢাকায়। পাঁচটি হাসপাতালে ৭১ জন নিহতের তথ্য রেকর্ড করা হয়েছে।
কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে ও পরেও মানুষ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে।
সোমবার (৫ আগস্ট) রাত ১১টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সারাদেশে সংঘর্ষে অন্তত ১১৯ জন নিহত হয়েছেন। এদের অধিকাংশই শেখ হাসিনার দেশত্যাগের আগে ও পরে গুলিবিদ্ধ হয়েছেন।
এসব সংঘর্ষের অনেকগুলোরই সূত্রপাত হয়েছে পুলিশ স্টেশনে হামলা থেকে। এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক নিহতের ঘটনা ঘটেছে ঢাকায়। পাঁচটি হাসপাতালে ৭১ জন নিহতের তথ্য রেকর্ড করা হয়েছে।
এছাড়া লক্ষ্মীপুরে সোমবার সর্বোচ্চ ১১ জন নিহত হয়েছেন। জেলার তমিজ মার্কেট এলাকায় সাবেক যুবলীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বাড়ির সামনে থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার বিকেলে বিভিন্ন স্থান থেকে অন্তত তিনজনের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পৌঁছায়। আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
গাজীপুরে আজ বিকেলে আনসার একাডেমিতে হামলাকারীদের লক্ষ্য করে আনসার সদস্যদের গুলিতে অন্তত দুইজন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে হামলা চালিয়ে দুটি প্রধান ফটক ও প্রবেশপথ ভাঙচুর করে। জবাবে আনসার সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে অন্তত দুজন নিহত হন।
সফিপুর আধুনিক হাসপাতালের ডা. সাদ্দাম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহীতে সংঘর্ষে একজন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। নিহতের নাম সাকিব আঞ্জুম (২৭)। সোমবার দুপুর ১২টার দিকে নগরীর আলুপট্টি এলাকায় লোকজন জড়ো হতে শুরু করলে সংঘর্ষ শুরু হয়।
রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস বলেন, ‘হাসপাতালে প্রায় ৮০ জনকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অন্তত ৩৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক।’
এদিকে হবিগঞ্জে সংঘর্ষে আরও ছয়জন নিহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন হাসান (১২), আশরাফুল (১৭), মুজাক্কির (৪০), নয়ন (১৮), তোফাজ্জল (১৮) ও সাদিকুর (৩০)।
বরিশালে আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পোড়া বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে শতাধিক দুর্বৃত্ত বাড়িটি ঘেরাও করে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
আগুনে মরদেহ তীব্রভাবে পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকতা মো. বশির উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সময় সাদিক আবদুল্লাহ উপস্থিত ছিলেন। তবে তিনি তার অনুসারীদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে।
যশোরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি হোটেলে আগুন দেওয়ার পর ১৩ জন নিহত হয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ছয়টি মরদেহ পেয়েছি। আহত ২০ জনকে উদ্ধার করা হয়েছে।’
কুষ্টিয়ায় ১৩ বছরের এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আন্দোলনের শেষ পর্যায়ে কুষ্টিয়া মডেল থানায় হামলা চালাতে থাকা একদল লোকের ওপর পুলিশ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মজমপুর গেটে আন্দোলনকারীদের ধাওয়া দেয় পুলিশ।
এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর ১টার পর আন্দোলনকারীদের আরেকটি অংশ স্টেশনে হামলা চালায়।
পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও লাইভ বুলেট নিক্ষেপ করলেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়।
নিহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন ইউসুফ আলী (৭০), আবদুল্লাহ (১৩), বাবু (৪০) ও আশরাফ (৪২)।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সাতক্ষীরায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
এছাড়া চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে হত্যা করেছে জনতা।