প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৪ , ১০:২৯:৫০
সিঙ্গাপুরে দিন দিন কর্মক্ষেত্র গুলো চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে…
এর কারণ কি জানেন?
এর কারণ হলো দিন দিন মানুষের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে এবং কর্মক্ষেত্র গুলো সংকুচিত হয়ে আসছে,বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা এখন নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলতেছে।
কিন্তু কয়েক বছর আগেও কিন্তু কর্মক্ষেত্র গুলোর এরকম চ্যালেঞ্জিং অবস্থা ছিল না, দক্ষ অভিজ্ঞ শ্রমিকের এক ধরনের অভাব ছিল বলতে পারেন।
এই ধরুন আমরা যখন সিঙ্গাপুরে আসি তখন আমাদের মধ্যে এরকম কোন আগ্রহী ছিল না যে,আমরা ভালো কোন কোর্স করব, ভালো কোন কাজ শিখব, ভালো কোন সার্টিফিকেট করব…
আমরা ভেবেছি যে সিঙ্গাপুরে আসছি কয়েক বছর থাকবো কিছু টাকা কামাবো তারপরে আবার দেশে চলে যাব, এদেশে এত কোর্স করে এত কাজ শিখে এত এত টাকা নষ্ট করে কি লাভ?
যখন দেশে চলে যাব তখন এইসব সার্টিফিকেট এসব দক্ষতা কোন কাজে আসবে না বরং শুধু শুধু টাকা নষ্ট হবে…
কিন্তু একটা সময়ের পরে দেখেছি সিঙ্গাপুরের দক্ষতা অভিজ্ঞতা ও সার্টিফিকেট মূল্যায়ন আছে।
যারা ওই সময় বুদ্ধি করে মাথা খাটিয়ে দক্ষতা অভিজ্ঞতা ও সার্টিফিকেট অর্জন করে নিয়েছে তারা এখন ভালো পজিশনে আছে।
আর আমরা যারা ভেবেছি এগুলো করে কোন লাভ নেই, শুধু শুধু টাকা নষ্ট করে কোন লাভ নাই এবং কিছু ব্যর্থ মানুষের ব্যর্থতার গল্প শুনে মন মানসিকতা ভেঙ্গে ফেলে সিঙ্গাপুরে কিছুই করি নাই তারাই এখন পিছিয়ে পড়েছি…
এখন আফসোস করে দিন পার করতেছি এবং চ্যালেঞ্জের মুখে পড়ে গেছি।
সিঙ্গাপুরের দক্ষতা অভিজ্ঞতা এবং সার্টিফিকেট থাকলে এবং প্রবল ইচ্ছা শক্তি নিয়ে লেগে থাকলে একদিন না একদিন ভালো পজিশনে যাওয়া যায়।
কিন্তু হতাশা আর দীর্ঘশ্বাস্য নিয়ে চুপ করে পড়ে থাকলে
সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না।
তাই সিঙ্গাপুর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো নিজেকে দক্ষ অভিজ্ঞ করে করে তুলুন এবং প্রবল ইচ্ছা শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যান, প্রবাসের সামনের দিনগুলো হয়তো আরো কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়াবে, এবং কর্মক্ষেত্র হয়ে উঠবে চ্যালেঞ্জিং…
Shirajul Islam
আমরা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি গ্রুপ