রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগ নেতাদের রোববার রাসেল স্কয়ারে সমবেত হওয়ার নির্দেশ

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৪ , ৪:৩৮:৪১

0Shares

শেয়ার করুন

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের রোববার (৪ আগস্ট) ধানমন্ডি রাসেল স্কয়ারে সমবেত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৩ আগস্ট) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনটির কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় পরিষদের সব নেতাদের রোববার (৪ আগস্ট) সকাল ১০টায় ধানমন্ডি রাসেল স্কয়ারের সামনে উপস্থিত থাকতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে জরুরি আহ্বান জানানো যাচ্ছে।

এদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার সারাদেশের পাড়া মহল্লায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক র‌্যালি করবে দলটি।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content