আন্তর্জাতিক

হানিয়ার জানাজা পড়ালেন খামেনি, দাফন হবে দোহায়

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৪ , ২:২৪:০৬

0Shares

শেয়ার করুন

ইরানের রাজধানীতে গুপ্তহত্যার শিকার হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার শেষকৃত্য শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেন দেশটির শীর্ষ নেতা আলী খামেনি।

বৃহস্পতিবার (১ আগস্ট) তেহরান বিশ্ববিদ্যালয়ে খামেনির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানা যায়, নিহত হামাস কর্মকর্তার অন্ত্যেষ্টি মিছিলে ইরানি বিশাল জনতা অংশ নেয়।

এর আগে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে যাওয়ার পর বাসভবনে হামলায় নিহত হন হানিয়া।

এদিকে হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এমনকি হানিয়া হত্যার জবাবে তিনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। তিনজন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এই তথ্য সামনে এনেছে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content