প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২:৩৫:২০
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে রাজনৈতিক সংগঠন ‘জাতীয় নাগরিক কমিটি’। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪চায় কেন্দ্রীয় শহিদ মিনারে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।
শনিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দেশের দায়িত্বে এখন অন্তর্বর্তী সরকার। এরইমধ্যে ১ মাস পার করেছে বর্তমান সরকার।