সারাদেশ

দেশে ফিরছেন আমিরাতে সাজা মওকুফ হওয়াদের ১৪ জন

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৪ , ১:৪৫:৪৮

শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে সাজা মওকুফ হওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ জন দেশে ফিরছেন। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে দেশে পৌছাবেন তারা। তাদের বহনকারী ফ্লাইট এই সময়ের মধ্যে ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। শনিবার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, কোটা আন্দোলনে সমর্থন জানিয়ে দেশটিতে বিক্ষোভ করার দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশির সাজা মওকুফ করার নির্দেশ দেন প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পাশাপাশি তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কোথাও জানানো হয়। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৯ জুলাই কোটা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদ সমাবেশ ও সভা-সমাবেশ পুরোপুরি নিষিদ্ধ। মিছিল, মিটিং বা প্রতিবাদ সমাবেশের চেষ্টা করা বা উসকানি দিলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। সতর্ক করার পরও প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করলে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content