রাজনীতি

কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে: তারেক রহমান

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ১১:৫৪:২০

0Shares

শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে তবে আন্দোলন শেষ হয়ে যায়নি। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে। তারা চায় না এই দেশে গণতন্ত্র ফিরে আসুক।

রবিবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার কলারোয়ায় আয়োজিত এক জনসভায় ভার্চুয়া‌লি যুক্ত হ‌য়ে প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এই মন্তব্য ক‌রেন।

এসময় তিনি বলেন, ‘যতবার বিএনপি দেশ চালানোর সুযোগ পেয়েছে, ততবারই দেশের মানুষের জীবন উন্নত করার চেষ্টা করেছে।’

বিএনপির রাজনীতি উন্নয়নের ও উৎপাদনের রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাগুলোকে আমরা সামনে নিয়ে আসতে চাই।’

এ সময় তিনি সাতক্ষীরা অঞ্চলের সম্ভাবনাগুলো উল্লেখ করে বলেন, ‘সাতক্ষীরা অঞ্চলে বিখ্যাত ক্ষীরশাপাতি আম পাওয়া যায়। সারাদেশে এই আমের চাহিদা রয়েছে। এটি সংরক্ষণের ব্যবস্থা করলে এর সুবিধা সরাসরি এলাকার মানুষজন পাবে।’

এতে আয়ের উৎস বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই এলাকায় চিংড়ি বা মাছের ঘের আছে। তবে বর্ষাকালে বেড়িবাঁধ নিয়ে এই এলাকার মানুষদের দুশ্চিন্তায় থাকতে হয়। বাঁধ মজবুত থাকলে মাছ সুরক্ষিত থাকবে। তাই বাঁধ সুরক্ষায় নজর দিতে হবে। সাতক্ষীরার পাশেই রয়েছে সুন্দরবন। সুন্দরবনে যত ধরনের সম্ভাবনা রয়েছে এসব কাজে লাগানোর প্রতিও জোর দেন তিনি।

এর আগে শনিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ৪ বছর কারাভোগ শেষে নিজ এলাকা সাতক্ষীরার কলারোয়ায় এলে গণসংবর্ধনা আয়োজন করে বিএনপি।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content