আন্তর্জাতিক

চীনে গোপনে ড্রোন অস্ত্র তৈরি করছে রাশিয়া!

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৬:০৫

0Shares

শেয়ার করুন

চীনে গোপনে ড্রোন অস্ত্র তৈরি প্রকল্প শুরু করেছে রাশিয়া। ড্রোন তৈরি করে তা দূরপাল্লার আক্রমণে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে তারা। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ-আন্তের সহায়ক সংস্থা আইইএমজেড কুপোল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে ‘গারপিয়া-৩’ নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করে পরীক্ষা করেছে।

চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কুপোলের কাজের রূপরেখা দিয়ে পাঠানো প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র। তিনি বলেছেন, চীনের উচিত রাশিয়ার সামরিক কাজে ব্যবহার করার জন্য তাদের কোনো কোম্পানি যাতে সহায়তা না দেয় তা নিশ্চিত করা।

কুপোল পরবর্তীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরও জানিয়েছে, তারা চীনের একটি কারখানায় জি৩-সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এসব ড্রোন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ ব্যবহার করা যেতে পারে।

রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ন্যাটোর মুখপাত্র মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ ইমেইলে জানান, ‘এই প্রতিবেদনগুলো গভীরভাবে উদ্বেগজনক এবং মিত্ররা এ বিষয়ে পরামর্শ করছে। নিজ স্বার্থ ও খ্যাতিকে প্রভাবিত না করে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতের আগুনে ঘি ঢেলে যেতে পারে না।’

এদিকে, চীনকে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় কূটনৈতিক ও বস্তুগত সহায়তা প্রদান বন্ধের আহ্বান জানিয়ে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘রাশিয়া চীনে সামরিক ড্রোন তৈরি করছে এমন প্রতিবেদনে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এমনটি হলে তা অস্ত্র সরবরাহ নিয়ে চীনের দেওয়া বিবৃতির সঙ্গে সরাসরি দ্বান্দ্বিক হবে।’


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content