প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৪ , ১২:২০:৫৬
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্লাটফর্ম ‘জাতীয় নাগরিক কমিটি।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল কেন্দ্রীয় শহিদ মিনারে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে।
আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী জাতীয় নাগরিক কমিটি। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদমিনারে আত্মপ্রকাশ করে এই কমিটি।
কমিটিতে নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক এবং আকতার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করা হয়েছে। ৫৫ সদস্যকে নিয়ে আত্মপ্রকাশ করে এই জাতীয় নাগরিক কমিটি।
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করতেই এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে এখনই এই প্ল্যাটফর্মটি রাজনৈতিক দল গঠন করবে না। তারা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লিয়াজোঁ হিসেবে কাজ করবে। তবে তরুণরা প্রয়োজন মনে করলে পরবর্তীতে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয়া হতে পারে। জেলা, উপজেলা ও থানা পর্যায়ে তরুণদের নিয়ে কমিটি গঠন করা হবে বলেও জানা গেছে।