নিজস্ব প্রতিবেদকঃ অনলাইনে আমরা রাজপথে আমরা সর্বত্র আমরা দেশের তরে। এই স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদীর বলিষ্ঠ কন্ঠস্বর হয়ে কাজ করছে জিয়া সাইবার ফোর্স।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী এই সংগঠনের নব-গঠিত কেন্দ্রীয় কমিটি ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান সম্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন ফ্লাইট লেফটেন্যান্ট অবঃ ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। সভাপতি কেএম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ আলফাজ দেওয়ান,সিনিয়র যুগ্ম-সম্পাদক মিয়া রাজিবুল ইসলাম সহ প্রমুখ।
আগামী ০২ বছর মেয়াদে এই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করা এই সংগঠনটি দলীয় প্রচারণায় শীর্ষে অবস্থান করেছে। সৈরাচার পতনে বিএনপির মিডিয়া শক্তি হিসাবেও জিয়া সাইবার ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
আজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ