প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১৩:৪৬
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কূটনীতিক সংশ্লিষ্ট সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিনিধি দলটিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের প্রতিনিধিরা থাকবেন বলে জানা গেছে।
এই সফরে ডোনাল্ড লুসহ প্রতিনিধি দলটি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন চাহিদাগুলোতে যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এদিকে, ভারতের নয়াদিল্লিও সফর করবেন ডোনাল্ড লু। সফরকালে তিনি দুই দেশের বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে অংশগ্রহণ করবেন। এছাড়া, উন্নয়ন, নিরাপত্তা এবং নারীদের অর্থনৈতিক সুরক্ষায় দুই দেশের সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন। তাছাড়া, দুই দেশের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা, প্রতিরক্ষা সহযোগিতা ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে।