প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ৫:১৫:২৯
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জমি বিক্রয়ের নামে ৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দক্ষিণ ফিংড়ি গ্রামের আব্দুর রহিম সরদারের স্ত্রী রুবিয়া বেগম বাদী হয়ে একই এলাকার প্রভুল্ল চন্দ্র সানা এর ছেলে স্বপন কুমার সানা এর নামে ইং ৯ জুন ২০২৪ তারিখে ফিংড়ি ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ বিষয়টি নিয়ে ইং ২৩ জুন ২০২৪ তারিখে ফিংড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান বাদী, বিবাদী ও স্থানীয় ইউপি সদস্য গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, সালিশে আলোচনা সমালোচনার মধ্যে জানা যায় যে বাদী রুবিয়া এর নিকট থেকে স্বপন কুমার ৪ বিঘা জমি বাবদ ৫ লক্ষ টাকা নিয়েছে,উক্ত সমদয় টাকা স্বপন কুমার ইং ৩০ জুলাই ২০২৪ তারিখে পরিশোধ করবে বলে অঙ্গীকার করে।কিন্তু টাকা দেওয়ার তারিখ অতিবাহিত হলেও আজ দেবো কালদেবো বলে কালক্ষেপণ করে, কিছু দিন যেতে না যেতেই স্বপন কুমার ঘর বাড়ি ফেলে স্বপরিবারে পলাতক , ভুক্তভোগী রুবিয়া বেগম কোন উপায় না পেয়ে স্বপন কুমার এর বাড়িতে এসে বসবাস শুরু করে।
এ বিষয়ে ন্যায় বিচারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।