প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ২:৩৭:৩৭
৪২ বছরের মধ্যে প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়তে চলেছে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায়। শনিবার (১৪ সেপ্টেম্বর) সেখানে বিশাল এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। কিন্তু তার আগেই উত্তপ্ত হয়ে উঠলো কেন্দ্রশাসিত অঞ্চলটি। কয়েক ঘণ্টার ব্যবধানে জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় বন্দুকযুদ্ধে দুই সেনাসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশকে সাথে নিয়ে জম্মুর কিশস্তার জেলায় সেনাবাহনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এতে বন্দুকধারীরা হামলা চালালে চার সেনা সদস্য গুলিবিদ্ধ হোন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় দুজনের। নিহত এই দুই সেনা হলেন, নায়েব সুবেদার বিপন কুমার এবং জেসিও সিপাহি অরবিন্দ সিং।
অন্যদিকে, এদিন রাতেই বারামুলা জেলাতে পৃথক তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এই অঞ্চলে বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের পরে জম্মু ও কাশ্মীরে কোনো নির্বাচিত সরকার নেই। ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল নরেন্দ্র মোদি সরকার।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মিরে সবশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। দীর্ঘ ১০ বছর পর আবার সেখানে ভোট হতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভোটগ্রহণ পর্ব শুরু। তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে। পরের দুই দফার ভোট যথাক্রমে ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। নির্বাচনের ফল জানা যাবে আগামী ৮ অক্টোবর।