রাশিয়ায় একটি জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির দাগেস্তান অঞ্চলে এই বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।
তারা জানায়, বিস্ফোরণের ২১ জন আহত হয়। যার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। ৫শ’ বর্গ মিটারের স্টেশনটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।
মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ ১১৯ জনের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
রাশিয়ায় গুরুতর অপরাধের তদন্ত করে এমন একটি তদন্ত কমিটির স্থানীয় শাখা বলেছে, যথাযথ নিরাপত্তা বিধান না মানার অভিযোগে স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ