জাতীয়

মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৭:১০:৩০

শেয়ার করুন

মিরপুরের কচুক্ষেত এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহলরত দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন থেকে এই অগ্নিসংযোগ করা হয়।

জানা গেছে, বেতন ভাতার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নামেন। এ সময় পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এর এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের দুটি টহল গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর ১৪ নম্বর কচুক্ষেত সড়কে বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে তাদের ওপর ইটপাটকেল ছোঁড়া হয়। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে।

এসময় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কঠোর অবস্থানে যায়। এসময় গোলাগোলির শব্দও পাওয়া যায়। এরপর পুরো এলাকা বন্ধ করে যান চলাচল নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি এখনও থমথমে।

এ বিষয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সকাল থেকেই রাস্তায় ছিল। পোশাক শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ স্পটে রয়েছে।

ডিএমপি মিরপুর বিভাগের ডিসি মাকসুদুর রহমান বলেন, কচুক্ষেত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শক্তিপ্রয়োগ করতে বাধ্য হয়েছে। তবে, শ্রমিকদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন পোশাক শ্রমিক আটক করেছে পুলিশ।

বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুরো এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content