ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ফিলিস্তিনের গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে এবার লেবাননে মানবিক বিপর্যয় নামিয়ে আনছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সেনাদের লাগাতার হামলার জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহও। সবশেষ ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩০০টির বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
রোববার (১৩ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ লেবানন থেকে ৩০০টির বেশি রকেট উত্তর ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
নিজেদের জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, মেরন ঘাঁটি এবং অধিকৃত গোলান মালভূমির চারটি স্থানসহ ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাকে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।
এর আগে হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর জবাবেই হিজবুল্লাহও দফায় দফায় রকেট ছুড়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে তেল-আবিব বিমানবন্দর। গত ২৪ আগস্ট ইসরায়েলে প্রায় সাড়ে ৩০০ রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ