প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ১:৫৯:২৪
দীর্ঘ ৯ মাস পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাকে জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট।
বুশরা বিবি রাওয়ালপিন্ডির আদালিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন। একই জেলে কারাবন্দি আছেন ইমরান খান। তোশাখানা মামলায় তিনি কারাগারে ছিলেন।
রাষ্ট্রীয় উপহার ব্যক্তিগত কাজে ব্যবহারের দায়ে গত জানুয়ারিতে ১৪ বছরের কারাদণ্ড হয়েছিল ইমরান খান ও বুশরা বিবির। যেটি তোশাখানা মামলা নামে পরিচিত। তাদের বিরুদ্ধে ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রির বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছিল।
ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে এসব উপহার পেয়েছিলেন। অভিযোগ ওঠে- এসব উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়নি।