প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৪ , ১২:০৪:২১
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (২৮ অক্টোবর) রাত সোয়া নয়টার দিকে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির ১২জন সদস্য যোগ দেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ,হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন বৈঠকে উপস্থিত আছেন।
রাষ্ট্রপতির অপসারন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রস্তাবের বিষয়টি বিএনপি দলীয় ফোরামে আলোচনা করা হবে বলে জানা গেছে।