অর্থনীতি

চারদিনের ছুটি শেষে কাল থেকে স্বাভাবিক হচ্ছে ব্যাংকিং কার্যক্রম

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৬:০৯:৩৭

শেয়ার করুন

ব্যাংক খাতে টানা চার দিন ছুটি শেষ হচ্ছে আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গেল বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী রোববার (১৩ অক্টোবর) পূজার ছুটি। এর সাথে যুক্ত হয় শুক্র ও শনিবার।

ব্যাংকের শাখা বন্ধ থাকলেও এটিএম বুথে টাকার যোগান বাড়ানো হয়েছে। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করা যাচ্ছে ফান্ড ট্রান্সফারও। জোরদার করা হয়েছে ব্যাংকের নিরাপত্তা।

এদিকে, ব্যাংকে লেনদেন না থাকায় পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা আছে। খোলা রাখা শাখায় গ্রাহক উপস্থিতি তেমন নেই। অনেকটা অলস সময় পার করেছেন, ব্যাংকাররা।

ব্যবসায়ীরা বলছেন, টানা ৪ দিনের ছুটির কারণে বিরূপ প্রভাব পড়েছে আমদানি-রফতানি বাণিজ্যে।


শেয়ার করুন